Khoborerchokh logo

কালিয়াকৈরে শিল্প পুলিশকে জড়িয়ে প্রকাশিত সংবাদের সংশোধনী 209 0

Khoborerchokh logo

কালিয়াকৈরে শিল্প পুলিশকে জড়িয়ে প্রকাশিত সংবাদের সংশোধনী

বিজ্ঞপ্তি :

উল্লেখ্যঃ-গত ১৩ সেপ্টেম্বর২০২২ইং মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল “খবরের সময়ে .কম“এ প্রকাশিত কালিয়াকৈর শিল্প পুলিশের সহযোগিতায় কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ'শিরোনামে প্রকাশিত সংবাদটি ভূলবসত অসাবধানতায় হয়েছে,যা মুলত শিরোনামের এর সাথে প্রতিবেদনে ভিতরের তথ্যেগত অমিল ছিল। 

যা পরবর্তীতে আমাদের দৃষ্টিগোচর হওয়ায় তা সংশোধন করে"গাজীপুরের কালিয়াকৈরে কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়েছে ।


শিল্প পুলিশের শ্রমিক ছাটাইয়ের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না,যা ঐ প্রতিবেদনে উল্লেখ ছিল । ভূলবসত শিরোনামটি ভুল হওয়ায় সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি সকল সন্মানীত পাঠকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি উল্লেখিত খবরের কারণে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং  অসাবধানতা বা ভূলবসত গত ১৩ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে শিল্প পুলিশকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছিল তা অত্যন্ত পরিতাপের এবং দু:খজনক। উল্লেখিত প্রকাশিত সংবাদের কারণে সংবাদকর্মীসহ সম্পাদক ও প্রকাশক আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে ।


আগামীতে শিল্প পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি ।


সম্পাদক

খবরের সময়.কম
www.khoborersomoy.com


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com